রাঙামাটিতে ইয়াবা কারবারিদের হামলায় নাইটগার্ড আহত

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ তোলায় নৃশংস হামলার শিকার হয়েছেন মো. ইসাহাক ভান্ডারি এবং তার পরিবার। গত ১১ মার্চ রাতে রাঙামাটি শহরের হ্যাচারী এলাকায় ব্রিজের মুখে এই হামলার ঘটনা ঘটে ।
ভুক্তভোগীর দাবি, তার বাবা ইব্রাহিম একজন নাইটগার্ড । সম্প্রতি তিনি মাদক কারবারিদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাদের রোষানলে পড়তে হয়। অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন শাকিল (দেলু)-এর নেতৃত্বে একদল যুবক পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়।
পরিকল্পিত এই হামলায় ইব্রাহিম গুরুতর আহত হন। খবর পেয়ে নূর হোসেন ও তার ভাই-বোন ঘটনাস্থলে গেলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে নূর হোসেনের ভাইকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হামলার পরপরই ভুক্তভোগী পরিবার থানায় মামলা করে। ঘটনার পরদিন রাতেই পুলিশ অভিযুক্ত দেলোয়ার হোসেন শাকিলকে গ্রেপ্তার করে। তবে পরিবারের দাবি, গ্রেপ্তারের পর থেকে তাদের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে পড়েছে।
ভুক্তভোগীর পরিবারের নূর হোসেন বলেন, “আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।”
ভুক্তভোগী পরিবার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিন দফা দাবি জানিয়েছে। দাবী গুলো হলো আহত নূর হোসেনের পরিবারকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
উল্লেখ্য, এর আগে গত ১৩ মার্চ, দেলোয়ারের পরিবার সংবাদ সম্মেলন করে দাবি করে যে, নদীতে জাল ফেলা নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই- তাদের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
মূল ঘটনা হচ্ছে- ইয়াবা ব্যবসাকে ধামাচাপা দিতে নদীতে জাল ফেলার মিথ্যা গল্প সাজানো হয়েছে বলে উল্লেখ করেন ভুক্তভোগীরা।
এই ঘটনার পর রাঙামাটির সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *