খাগড়াছড়িতে ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের আওতায়  সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল ” আস্থার মূলনীতি সাম্প্রদায়িক সম্প্রীতি”।

বৃহস্পতিবার (২০মার্চ) বিকালে জেলা সদর গাছবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এ উপলক্ষ্যে দেশাত্মবোধক গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক ত্রিনা চাকমা। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, তৃণমূল উন্নয়ন সংস্থা’র রিপোর্টিং ও মনিটরিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা। পরে গাছবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি দেওয়ান,ভাইবোনছড়া ইউনিয়নের সদস্য পূর্ণ ভূষণ ত্রিপুরা,নারী কার্বারী রেখা চাকমাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।  

আলোচনা সভার পাশাপাশি গান,কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ভোটাধিকার বিষয়ে নাগরিকদের  সচেতনতা বৃদ্ধি বিষয়ক নাটক প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *