
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫এপ্রিল) রাতে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় ইসলামপুর উপজেলার আর্থসামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য প্রদান করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য মো: রুবেল মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহদি হাসান তারেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার যুগ্ম সদস্য সচিব সাদিকুর রহমান মিসবাহ, সরকারি আশেক মাহমুদ কলেজ প্রতিনিধি হৃদয় আহমেদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক জিহাদী হাসান নাবিল খান, এনসিপি সদস্য আতিকুল্লাহ, আব্দুল হাকিম, নুরনবী ইসলাম ও মুফতি মাহমুদুল হাসান প্রমুখ। মত বিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
