
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিকালে ইসলামপুর মিনি স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ইসলামপুর ও সিরাজাবাদ একাদশ অংশ গ্রহণ করে।
আশরাফ আলীর সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান লেলিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৯ জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নূরল ইসলাম নবাব, থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ।
এতে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি একেএম শহিদুর রহমান, কৃষক দলের সভাপতি রেহান আলী, টুর্নামেন্ট পরিচালক খোরশেদ আলম বিপ্লব, ও সমাজসেবক আলাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলায় ইসলামপুর একাদশ-সিরাজাবাদ একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। পরে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। নকআউট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণে ২ ফেব্রুয়ারী খেলাটির উদ্বোধন করা হয়েছিল।
