
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর এপিএস মো. আলী হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেছেন।
শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ জামায়াত ইসলামের সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে তিনি যোগদান করেন।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী, আলী হোসেনের হাতে জামায়াত ইসলামীর বই তুলে দেন।
এসময় উপজেলা জামায়াতের আমীর মো.রাশেদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপি সূত্রে জানাগেছে,আলী হোসেন প্রায় ত্রিশ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতে সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদসহ বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের দায়িত্ব পালন করেছেন।
আলী হোসেন বলেন, জামায়াতে ইসলামীর সকল কার্যক্রম ভাল লাগায় অনুপ্রানিত হয়েই যোগদান করেছি।
