জামালপুরে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ইয়াবা ও গাজা উদ্ধার

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুরে ডিবি পুলিশ পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

শনিবার (১২এপ্রিল) দুপুর ১২ টায় নিশ্চিত করেছেন জামালপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নাজমুস সাকিব।

জামালপুর ডিবি কার্যালয় সুত্রে জানা গেছে,জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন এবং জামালপুর ডিবি পুলিশের ওসি নাজমুস সাকিবের তত্ত্বাবধানে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় এসআই এহসানুল হকের নেতৃত্বে একটি টিমের অভিযানে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানা কাউনিয়ারচর এলাকা হইতে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার করাতিপাড়া এলাকার হরফ আলীর ছেলে ফুল মিয়া (৩৫) কে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

অপর দিকে এসআই আপেল মাহমুদ এর নেতৃত্বে মেলান্দহ থানার ভাবকি বাজার টু রশিদপুর গামী মধ্যেরচর এলাকা থেকে দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের নুরুল ইসলামের ছেলে খোরশেদ আলম (২২),একই এলাকার মহর আলীর ছেলে মামুন(২৭)কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। জামালপুর সদর থানার শরিফপুর বাজার এলাকা থেকে মির্জাপুর গ্রামের মরহুম আব্দুল হামিদ এর ছেলে আব্দুল গফুর (৫০) কে তিনশতগ্রাম গাজাসহ গ্রেফতার করেন।
জামালপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নাজমুস সাকিব জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *