ইসলামপুরে দায়িত্বে অবহেলা করায় তিন শিক্ষককে অব্যাহতি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান। অব্যাহতি শিক্ষকরা হলেন- উপজেলার কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম, অ্যাড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।

ওই ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রের মোট পরীক্ষার্থী ১৮১ জন। এর মধ্যে উপস্থিত ১৭৭ শিক্ষার্থী, অনুপস্থিত ৪ জন। এতে ছাত্র ১৩৪ ও ছাত্রী ৪৩ জন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমান কালবেলাকে বলেন, সারা দেশের মতো জামালপুরের ইসলামপুরেও এ বছর ১০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলমান অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর আছে।
তিনি বলেন, বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় ৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *