দেওয়ানগঞ্জে গাছ কাটা শ্রমিকের মৃত্যু

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কাউনিয়ারচর পশ্চিম পাড়া গ্রামে গাছের ডাল কাটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে কাউনিয়ারচর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম।

নিহত নজরুল ইসলাম (৩১) চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মুকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে বলে জানাগেছে। তিনি পেশায় একজন গাছ কাটা শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঠ ব্যবসায়ী আবুল হোসেনের গাছ কাটার জন্য নজরুল ইসলাম ও তার সহযোগীরা কাউনিয়ারচর পশ্চিম পাড়ায় গাছ কাটতে যান। সকালে গিয়ে তারা গাছ কাটা শুরু করেন। এ সময় নজরুল ইসলাম (৩০) গাছের একটি উঁচু ডালে উঠে ডাল কাটা শুরু করলে ভারসাম্য হারিয়ে আরেকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। এ সময় তিনি গুরুতর আহত হয়।

আহত অবস্থায় নজরুল ইসলামকে তার সহযোগী ও আশ পাশে থাকা লোকাজন তাকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলামের মৃত্যুতে মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নজরুল ইসলামের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনরা।

সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম বলেন, এটি একটি দুর্ঘটনা জনিত মৃত্যু। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় এব তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *