খাগড়াছড়িতে তরুণী ধর্ষণকারীর শাস্তি ও অপহৃতদের দ্রুত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল- সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি কাউখালী উপজেলায় কলমপতি ইউনিয়নে এক তরুনীকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী,চট্টগ্রাম বিম্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ।

সোমবার(২১এপ্রিল) দুপুরে জেলা শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা রাঙামাটির কাউখালিতে মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক ফাহিমকে গ্রেফতার করে বিচারে আওতায় আনারও দাবি জানানো হয়। এছাড়াও খাগড়াছড়িতে অপহৃত পাঁচ শিক্ষার্থী ও মানিকছড়িতে রবি টাওয়ারের দুইজন টেকনিশিয়ানকে দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি জানান।

এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের জেলা’র সাধারণ সম্পাদক চিংহ্লা চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদে জেলার সাংগঠনিক সম্পাদক উশিপ্রু মারমা,সহ-সাংগঠনিক সম্পাদক উক্যনু মারমা,সাবেক ছাত্রনেতা নিউসাই মারমা, মহালছড়ি উপজেলার সাধারণ সম্পাদক সূর্য মারমাসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *