রোকনুজ্জামান সবুজ, নিজস্ব প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গোয়ালঘরে আগুন লেগে দুই কৃষকের ২টি গরু পুড়ে মারা গেছে। গত শনিবার (১৬ আগষ্ট) রাত ৭টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের খামারিয়া পাড়া গ্রামে কৃষক মাছেদ আকন্দ ও আছাদ আকন্দ বাড়িতে এ ঘটনা ঘটে।আরিফুর রহমান চঞ্চল ও সুরুজ্জামান বলেন,খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় গোয়াল ঘরে থাকা থাকা ১টি গরু পুড়ে মারা যায়। আরেকটি গরু বাহিরে বের করে নেওয়ার পর মারা যায়। এছাড়া টিনের গোয়াল ঘরটি পুড়ে যায়।এ বিষয়ে কৃষক আছাদ আকন্দ বলেন, প্রতিদিনের মতো আমার স্ত্রী গোয়াল ঘরে গরুকে রেখে চলে আসে। আমি মাগরিব নামাজ আদায় করে বাড়ি আসার সময় হঠাৎ করে গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গোয়াল ঘরে থাকা আমার ২টি গরু পুড়ে মারা যায়। এতে আমার প্রায় ২ লাখ ৮০ টাকার ক্ষতি হয়ে গেল। গরুগুলোই ছিল আমার একমাত্র সম্বল । ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনাটি নিশ্চিত করেছেন।