রংপুরে হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেফতার

সেলিম চৌধুরী, জেলা প্রতিনিধি, রংপুর: হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অন্তর্গত হাতীবান্ধা হাইওয়ে থানা এলাকায় গতকাল রাতে ২৯/০৬/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সময় রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সাঈদের নেতৃত্বে রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করাকালীন সময়ে লালমনিহাট জেলার হাতীবান্ধা থানাধীন গড্ডিমারী ইউনিয়নের সাধুর বাজার নামক স্থানে চার্জার ভ্যান তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে মাদক ফেনসিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে ভ্যানের যাত্রী আসামি ১। মোঃ আলী হোসেন (২৬), ২। মোঃ কামরুজ্জামান (২৮) ৩। ভ্যান চালক মোঃ শহিদুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ সংক্রান্তে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন সীমান্তবর্তী হাইওয়ে থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষ করে হাতীবান্ধা, তেতুলিয়া এবং বোদা হাইওয়ে থানা এলাকায় ইতিমধ্যে চেকপোষ্টের কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি মাদক উদ্ধারে স্থানীয় জনসাধারণ, অটোচালক এবং ড্রাইভার দের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *