
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামে হিলফুল ফুজুল যুব কাফেলা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) দুপুরে বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামে এ বৃক্ষরোপ রোপন কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.এস.এম. আব্দুল হালিম।
হিলফুল ফুজুল যুব ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার শফিউল আলম লাবনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাবেক সহ সভাপতি হেলাল উদ্দীন, আ: রৌফ দানু, জিয়াউর রহমান সনেট।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস, আ: হাই সাদ্দাম, মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।
প্রধান অতিথি এ.এস.এম. আব্দুল হালিম বলেন, হিলফুল ফুজুল যুব কাফেলা ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। এ ফাউন্ডেশন সমাজের গরীব দু:খি মানুষের পাশে থেকে বিভিন্ন ধরণের সহায়তা করে আসছে। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত রেখে গরীব দু:খি মানুষের পাশে থেকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় সহযোগীতা থাকবে।
