ইসলামপুরে শরিফুল ইসলাম ফরহাদ খানের গণসংযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শিক্ষাবিদ শরিফুল ইসলাম খান ফরহাদ।
সোমবার (৭জুলাই) বিকালে সদর ইউনিয়নের পচাবহলা বাজারে তিনি গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলাল মেম্বারের সভাপতিত্বে পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে পথ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপি অবাধ সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল্লাহ বুলবুল,কুলকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা মাহামুদুল ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *