খাগড়াছড়িতে কে.জি.সি স্পোর্টস সেন্টার’এর খেলাধুলা সামগ্রীর নতুন ঠিকানা

খাগড়াছড়ি প্রতিনিধি: খেলাধুলার জন্য দরকার মানসম্মত সরঞ্জাম, আর সেটিই যেন এবার আর দূরের কথা নয় খাগড়াছড়িবাসীর জন্য। পাহাড়ি জেলা শহরে প্রথমবারের মতো আধুনিক ও আন্তর্জাতিক মানের খেলাধুলা সামগ্রী নিয়ে যাত্রা শুরু করল ‘কে.জি.সি স্পোর্টস সেন্টার’।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের সেলিম ট্রেড সেন্টারের নিচতলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর কাজী মোস্তফা আরেফিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ‍উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, যেখানে খাগড়াছড়ির ক্রীড়ানুরাগী, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুলাহ আল মাহফুজ, জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ, বঙ্গমিত্র চাকমা, শহীদুল ইসলাম সুমন, মো. মাহাবুব আলম,জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ প্রমুখ।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবীর, বিশিষ্ট সমাজসেবক মাসুম রানা, সমাজসেবক ও ব্যবসায়ী মো. সেলিম, এবং ছাত্র প্রতিনিধি বাকিব মনি ইফতিসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মানের স্পোর্টস ব্র্যান্ড,ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবলসহ সবধরনের খেলাধুলার সামগ্রী, উন্নতমানের জার্সি, ট্র্যাকস্যুট, জুতা ও অ্যাকসেসরিজ, ক্রীড়াপ্রেমী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ মূল্যছাড়

স্পোর্টস সেন্টারের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তারা জানান, “পাহাড়ে খেলাধুলার বিকাশে মানসম্মত সামগ্রীর চরম অভাব ছিল। কে.জি.সি সেই অভাব পূরণে এক সাহসী পদক্ষেপ।”

তারা আরও বলেন, এখানকার ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও যুবকরা যেন ঢাকায় না গিয়েই বিশ্বমানের জিনিস কিনতে পারেন, এটাই তাদের লক্ষ্য।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “কে.জি.সি স্পোর্টস সেন্টারের উদ্বোধন কেবল একটি দোকানের শুরু নয়, এটি হলো খেলাধুলা-ভিত্তিক একটি সংস্কৃতির সূচনা। খেলাধুলা মানেই শৃঙ্খলা, স্বাস্থ্যের বিকাশ ও যুবসমাজের সঠিক পথে অগ্রযাত্রা।”

উদ্বোধক মেজর কাজী মোস্তফা আরেফিন বলেন, “খাগড়াছড়ি এখন আর পিছিয়ে থাকবে না। এই সেন্টার হবে ক্রীড়ামোদীদের জন্য গর্বের জায়গা।” কে.জি.সি স্পোর্টস সেন্টার এখন “খেলোয়াড়দের স্বপ্নের ঠিকানা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *