ইসলামপুরে চিকিৎসকের অবহেলায় গর্ভবতীর মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক গর্ভবতীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (১৯আগষ্ট) ১২টার দিকে মৃত্যু হয় গর্ভবতী রোকসানা বেগম (২৫)।

রোকসানা বেগম ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ গ্রামের কৃষক রাসেল মিয়ার স্ত্রী। স্বজনদের অভিযোগ রোগী ভর্তির ছয় ঘন্টা পেরিয়ে গেলেও কোন চিকিৎসক সেবা দিতে আসেনি, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে।

হাসপাতালের রেজিস্টার খাতা অনুযায়ী ভোর ৬টায় রোগীকে সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয় তার পর বেলা ১১.৩০ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালে রেফাড দেখানো হয়। তার ১৫-২০ মিনিট পর প্রসূতির মৃত্যু হয়।

জুনিয়র কনসালটেন্ট ডাঃ মাকছুদা জাহান আখিঁর নিকট রোগীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেনি।

এ ব্যপারে মুঠোফোন যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের জানান, রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, এবং উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *