
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে বর্বরোচিতভাবে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদসহ ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জেলা সদরের বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো:
১. পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা,
২. ভুক্তভোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা,
৩. দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। উপস্থিত ছিলেন ত্রিপুরা ঐক্য পরিষদ, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
ঘটনার বিবরণ অনুযায়ী, রথযাত্রার মেলায় অংশ নিতে গিয়ে বাড়ি ফিরতে না পারায় মেয়েটি তার কাকার বাসায় আশ্রয় নিতে গেলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা ছয়জন যুবক কাকাসহ অন্যদের বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে মানসিকভাবে ভেঙে পড়া কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে সেনাবাহিনী ও পুলিশ চার আসামিকে গ্রেফতার করেছে। তবে এখনো পলাতক রয়েছে দুইজন।
ত্রিপুরা সংগঠনের নেতারা বলেন, “আমরা শান্তিপ্রিয়। কোনো উসকানিতে পা দেব না। তবে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।”তারা এ ঘটনাকে কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের সাথে না জড়িয়ে বিচারপ্রক্রিয়ায় সকলের সহযোগিতা কামনা করেন।
