শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোঃ তৌহিদুর রহমান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন ও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।
এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধনের মাসিক প্রমাপ অর্জনে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অধিকার করায় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন তিনি।

রবিবার (২০ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও’র হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোছা:হাছিনা বেগম।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, উপ পরিচালক (ভারপ্রাপ্ত)স্থানীয় সরকার এ.কে.এম আব্দুল্লাহ-বিন-রশিদ সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে ইউএনও মোঃ তৌহিদুর রহমান জামালপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ইসলামপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান বলেন, ইসলামপুর উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সকল কর্মকান্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সচিব, ইউপি সদস্য, মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ, উদ্যোক্তাসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম লিডার হিসেবে কাজ করছি। শ্রেষ্ঠ ইউএনওর স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত।

এ অর্জন ইসলামপুর বাসী সকলের এই সাফল্য অর্জনে যারা পাশে থেকে সহায়তা করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *