খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে শিক্ষার্থীদের গ্রাফিতি উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দেয়ালে দেয়ালে যেন কথা বলছে ইতিহাস। রঙ, তুলির নিপুণ ছোঁয়ায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফুটে উঠেছে এক অনন্য শিল্পযাত্রা।

রবিবার (২০ জুলাই) সকাল থেকে দিনব্যাপী খাগড়াছি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন দেয়ালজুড়ে জেলার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংকন করে অনিন্দ্যসুন্দর গ্রাফিতি। গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের চিত্রের মাধ্যমে তুলে ধরে প্রতিবাদ, গণতন্ত্র ও ন্যায়বিচারের বার্তা।

প্রতিটি চিত্র যেন হয়ে ওঠে ইতিহাসের এক একটি জ্বলন্ত দলিল—যেখানে দেখা যায় ছাত্রদের আত্মত্যাগ, নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস এবং একটি প্রগতিশীল বাংলাদেশের স্বপ্ন।

এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র ঘুরে দেখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজীসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র প্রতিনিধি।

জেলা প্রশাসক বলেন, “এই আয়োজন শুধু চিত্রাঙ্কন নয়, এটি একটি সময়ের চেতনাকে জীবন্ত করে তোলার প্রয়াস। আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে, তারা ইতিহাস জানে এবং সেটিকে হৃদয়ে ধারণ করে।”

শিক্ষার্থীদের হাতে আঁকা গ্রাফিতিতে উঠে এসেছে “স্বৈরশাসনের পতন চাই”, “শহীদের রক্ত বৃথা যেতে পারে না”, “তোমার চোখে দেখেছি আগুন”এর মতো প্রতিবাদী ও প্রেরণাদায়ক বার্তা।

সারাদিনে উৎসবমুখর পরিবেশে স্কুলপড়ুয়া শিল্পীরা শুধু দেয়াল রাঙায়নি, তারা রঙ তুলিতে জাগিয়ে তুলেছে এক জনতার স্বপ্ন, সাহস ও সংগ্রামের ইতিহাস।

এ আয়োজন প্রমাণ করে—তরুণ প্রজন্ম শুধু ভবিষ্যতের নয়, তারা ইতিহাসেরও উত্তরসূরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *