ইসলামপুরে গণ অভ্যুত্থানের বিজয়ের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও আনন্দ মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির উদ্যোগে গণ অভ্যুত্থানের বিজয়ের ১ম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে সিরাজাবাদ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান শাহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আবির আহাম্মেদ বিপুল মাষ্টার, সহ সাংগঠনিক নাজিম হোসেন নোমান, ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, যুবদলের আহŸায়ক শেখ হেলাল, যুগ্ম আহŸায়ক মাহফুদুজ্জামান লুলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মাজহারুল ইসলাম বিপুল, শাকিল আহাম্মেদ বাবু, ছাত্রনেতা হাসানসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশের আগে সকাল থেকে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে খন্ডখন্ড মিছিল সমাবেশস্থলে এসে কানায় কানায় ভরে উঠে। সমাবেশ শেষে সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে একটি মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করে ঐতিহাসিব বটতলা চত্বরে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *