ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: “সকল বাধা দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অস্ট্রেলিয়ান এনজিও কো- অপারেশন প্রজেক্ট এর সহযোগিতায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অংশীদারিত্বের ভিত্তিতে ও উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেম ফর ইমপ্রুভড নিউট্রেশন জেসমিন প্রকল্পের আওতায় ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৪।বৃহস্পতিবার (২২আগস্ট) চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ গ্রাম ইসলামপুর উপজেলার চিনাডুলি ও পার্থশী ইউনিয়ন এবং মেলান্দহ উপজেলার শ্যামপুর ও দুরমুট ইউনিয়নের ৪০০শ জন দুগ্ধদানকারী মা ও তাদের শাশুড়িদের সাথে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব, বাধা এবং এর উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মনোয়ারা বেগম, জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানাসহ উৎপাদক দলের সদস্য এলাকার শাশুড়ি ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিবর্গ অত্র দিবসের প্রতিপাদ্য তাদের পরিবারে বাস্তবায়ন করবেন এবং এলাকার মানুষকে মাতৃদগ্ধ পানের গুরুত্ব সম্পর্কে সচেতন করবেন বলে অঙ্গীকার করেন।