খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদ হোসেনকে গভীর শ্রদ্ধায় স্মরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার গৌরব ও আত্মত্যাগের প্রতীক শহিদ মোঃ মজিদ হোসেনকে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। জাতীয় ইতিহাসে সাহসিকতা ও দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে থাকা এই বীর সন্তান জেলার একমাত্র ‘জুলাই শহিদ’ হিসেবে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রামগড় উপজেলার নাকাপা বাজারসংলগ্ন পাতাছড়া বসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা পরিষদের প্রতিনিধিবৃন্দ, জেলা বিএনপি, খাগড়াছড়ি প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, আনসার ও এনসিপিপিসহ সর্বস্তরের জনসাধারণ।

সকাল থেকেই শহিদ মজিদ হোসেনের সমাধিকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কবরস্থানটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। শ্রদ্ধা জানাতে আসা সকলে মাথা নত করে স্মরণ করেন এই শহিদের বীরত্ব ও নিঃস্বার্থ আত্মত্যাগ।

এদিন তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও এক অদম্য চেতনার বহিঃপ্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *