ইসলামপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নিঃসংশভাবে হত্যার প্রতিবাদে মানব বন্ধন

আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯আগস্ট) সকালে ইসলামপুর প্রেসক্লাবের সামনে ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, মোহনা টিভি প্রতিনিধি ওসমান হারুনী, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আলমাস হোসেন আওয়াল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এসএম হোসেন রানা, দৈনিক যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল।
বক্তারা অতি বিলম্বে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিকুল ইসলাম রঞ্জু, হোসেন শাহ ফকির, সৈয়দ এনামুর রকিব, এমদাদুল হক, সুমন খন্দকার, আরেফিন সুমনসহ অনেকেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *