আন্তর্জাতিক মানবাধিকার নির্বাহী সদস্য নিয়োগ পেলেন মোঃ আবদুল গনি

সুমন চৌধুরী, চট্টগ্রাম (প্রতিনিধি)

বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অফিস সম্পাদক, গণতন্ত্র মানবাধিকার, আইনের সু-শ্বাসন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদত প্রাণ, হতদরিদ্র, অধিকার বঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে কাজ করা, মাঠ কর্মী চট্টগ্রাম দক্ষিণ জেলা, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যুগ্ম সমন্বয়ক মানবাধিকারকর্মী মো: আবদুল গনিকে জাতিসংঘের স্বীকৃত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৩ আগস্ট সংগঠনের প্রধান কার্যালয় ডেনমার্ক থেকে আইএইচআরসি জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. আইনুল হুসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ দেওয়া হয়।

মো: আবদুল গনির বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।
বাংলাদেশের মানুষের মানবাধিকার,
বাকস্বাধীনতা এবং সুশাসন প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। তিনি সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবেও পরিচিত। তিনি নতুন দায়িত্ব পেয়ে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবেন বলে দৃঢ় ভাবে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *