ইসলামপুরে অধিক লাভে টিসিবির পণ্য বিক্রি করায় ৫ জন গ্রেপ্তার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার উলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অধিক লাভে বিক্রি করার অপরাধে ৫জন চোরাকারবারি শ্রমিক কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স মলিনা ট্রেডার্সে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন, ১। হোসেন আলী (৪৫) ২। রফিকুল ইসলাম, (৩৫) ৩। মোঃ রুবেল (২৫) ৪। মোঃ শাহজাহান (৪৫) সর্ব সাং শশারিয়াবাড়ি, ইসলামপুর জামালপুর ৫। রাসেল(৩০) সাং মোল্লাপাড়া দেওয়ানগণ্জ।

এ বিষয়ে উক্ত সাপধরী ইউনিয়নের টিসিবির ডিলার মোস্তাফিজুর রহমান বলেন, তার কর্মচারিরা তাকে না জানিয়ে এবং রেজিস্ট্রার খাতায় না করেই অসাধু ভাবে আর্থিক লাভের উদ্দেশ্য টিসিবির তেল,ও ডাল কালোবাজারির মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্য বা চুরি করে নিয়ে যায়। এবিষয়ে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন।

এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবির, ৫০প্যাকেট ডাল (১০০ কেজি ), ৪৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। যায় মুল্য, ২১০০০ (একুশ হাজার টাকা) ।

ভুমি কমিশনার মো. ইব্রাহীম সাঈদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কৃতশ্রমিকরা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে নিয়মনীতি না মেনে টিসিবির পণ্য মজুদ করে রেখেছিলেন। অধিক মুনাফা লাভের আশায় এগুলো বেশি দামে বিক্রি করতেন।’

আটকৃত শ্রমিকদের রাতে ইসলামপুর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ভুমি কমিশনার ।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, আটক কৃত ব্যক্তিদের কাছে টিসিবির ২৪টা ২ লিটারের বোতল ও ১০০কেজি ডাউল পাওয়া যায়, এবং তাদেরনামে নিয়মিত মামলা অজু করা হয়েছে, আজকে কোর্টে তাদেরকে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *