মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী চট্টগ্রাম (প্রতিনিধি)
চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তির হাট সংলগ্নে ছাত্র জনতার অভ্যুত্থানের একমাস পর শহীদদের স্মরণে শহীদী মার্চ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বিকালে ৪ টায় পটিয়ার শান্তির হাট সংলগ্নে সমাবেশ ও মিছিল এবং শহীদী মার্চ পালন করা হয়।
এতে পটিয়ার সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে শহীদী মার্চ উপলক্ষে ছাত্র জনতার মিছিল বের হয়।
এতে পটিয়ার সবস্তরের ছাত্ররা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের একমাস পর দেশের প্রতিটি জায়গায় ছাত্রজনতারা শহীদদের স্মরণে শহীদী মার্চ পালন করে। এতে আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের স্বরণে শিক্ষার্থীরা সমাবেশ ও মিছিল বের করে।
এতে সকলেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ছাত্র জনতা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা দূর্নীতি রোধ করা এবং দূর্নীতি বাজদের মুখোশ উন্মোচন করার প্রতিজ্ঞা করেন।