সুমন চৌধুরী চট্টগ্রাম (প্রতিনিধি)
চট্টগ্রাম ডবলমুরিং থানাস্থ সিএসডি খাদ্য গুদাম ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রাসী জাকির আহম্মদ কোম্পানি ও তার সন্ত্রাসী বাহিনীর দুর্নীতি, চাঁদাবাজি, নৈরাজ্য বন্ধে, গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে আসকারাবাদ এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
আজ ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে এগারোটায় মনসুরাবাদ সিএসডি গোডাউনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখছে। একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নতুন প্রজন্ম দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু সমাজের দুর্নীতিবাজ ও চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহিনীরা এখনো সক্রিয়। গত সতের বছর যাবৎ জাকির আহম্মদ কোম্পানি ও তার সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করলে তারা সন্ত্রাসী দিয়ে হুমকি দেয়, হামলা করে ও মামলা দেয়। এলাকাবাসী শান্তিতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও নির্ভয়ে বসবাস করতে চায়। জাকির কোম্পানি ও তার সহযোগীরা এখনো প্রকাশ্যে তাদের অপকর্ম করে যাচ্ছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে এলাকায় শান্তি ফিরে আসবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিএসডি গোডাউন ড্রাইভার সমিতির সাবেক লাইনম্যান খলিল কো:, সাবেক লাইন সাবের কোঃ, মোহাম্মদ মোস্তফা কোম্পানি, মোহাম্মদ ফিরোজ কোম্পানি, সেলিম, বাবুল ড্রাইভার, শাহেদ ড্রাইভার, সৈয়দ ড্রাইভার, বেলাল ড্রাইভার সহ এতে উপস্থিত ছিলেন এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ আরিফুর রহমান, মোহাম্মদ জনি, মোঃ রুবেল কোম্পানি, মোহাম্মদ শরীফ সহ আরো অসংখ্য এলাকাবাসী।