ইসলামপুর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্মকুড়া বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব।
তিনি সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, গত ৯ সে্প্টেম্বর সন্ধ্যায় উপজেলা বিএনপি’র সুনাম নষ্ট করার জন্য যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তারা সংবাদ সম্মেলনে ব্যানারে উল্লেখ করেন, উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব ও তথাকথিত ইসলামপুর পৌর বিএনপি’র সভাপতি রেজাউল করিম ঢালীর পরামর্শে পার্থশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোনা ফারাজী ও যুবদল নেতা পিয়াসকে মামলার আসামাী করা হয়েছে। আসলেই বিষয়টি হলো পার্থশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোনা ফারাজী ও যুবদল নেতা পিয়াস বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের কেউ না। আমরা যারা বিএনপি করি বা কে কে বিএনপি করে তাদেরকে আমরা ভালোভাবে চিনি। যারা ১৫ বছর আওয়ামীলীগকে সহযোগিতা করে আসছিল এখনো তারা আওয়ামী লীগকে সহযাগিতা করার পায়তারা করছে। পায়তারার ফল ভালো হবে না বলে সংবাদ সম্মেলনে জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাষ্টার, সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, মেজবাহ উদ্দীন সাদা, যুগ্ম সাধারণ সম্পাদক আজম-উদ-দৌলা পাহলোয়ান, সরকার আলী মেম্বার, আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সুমন, কোষধ্যক্ষ প্রিন্স আলম, সহ কোষাধ্যক্ষ আজগর আলী, শ্রম বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক নুরে আলম মোস্তারীন বাঁধনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *