সুমন চৌধুরী চট্টগ্রাম (প্রতিনিধি)
চাঁন্দগাওয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামের একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু।
(সি এম পি) চান্দগাঁও থানার উপ-পরিদর্শক বলেন, ‘পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই জন ছুরিকাঘাতে আহত হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চমেকে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের উদ্দীন বাবু মারা যান।