সুমন চৌধুরী, চট্টগ্রাম পটিয়া (প্রতিনিধি)
পটিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলেরচটগ্রাম দক্ষিণ জেলার
সংগঠক এস এম রেজা রিপনের অনুসারীরা “নিঃশর্ত মুক্তির দাবিতে” বিক্ষোভ মিছিল করেছে পটিয়া পৌরসভা ও উপজেলা শাখা ছাত্রদল ও যুবদল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর সদরের মাজার গেইট এলাকা থেকে শুরু করে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে বাস ষ্টেশন হয়ে পুনরায় মাজার গেইটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুসারীরা শেষ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা ও উপজেলা শাখা ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ। মিছিলটিতে পৌরসভা ও উপজেলা ছাত্রদল ও যুবদলের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা ইমরান হোসেন রিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম রাহুল, আশরাফ, ইরফান উদ্দিন ফাহিম, রাহুল,আরমান উদ্দিন জীবন,মিজানুর রহমান, ইরফান মাহমুদ নিশাদ, লিটন মিত্র, রুবেল, পারভেজ, রিমেল কুমার মিত্র, জুয়েল, আনোয়ার, আজম খান, সাফি ইব্রাহিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,এস এম রেজা রিপনকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা ও গায়েবী মামলায় এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার কারাবন্দী করে রেখেছে। পটিয়ার ছাত্রদল ও যুবদল এই অন্যায় অবিচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
সরকারের উদ্দেশ্যে তারা আরও বলেন, কতজনকে আটক করবেন জেলে তো আর জায়গা হচ্ছে না। আপনারা তো আজ গোটা দেশকেই কারাগার বানিয়ে ফেলেছেন। জাতি এই বন্দিদশা থেকে মুক্তি চায়। জনগণকে মুক্ত করতেই বি এন পির আন্দোলন।
পটিয়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে যুবলীগ নেতার করা
২,আগস্টের পটিয়া স্কুলের সামনে আরকান সড়কে বিস্ফোরক মামলায় যুবদল নেতা রিপনসহ আরো ১৮ জন বিএনপির নেতাকর্মীকে গত রবিবার কারাগারে পাঠানো হয়েছে। হাইকোর্টের দেয়া ৬ সপ্তাহের জামিন শেষে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে ১৮ জন আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত