ইসলামপুর জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, মনগড়াভাবে ভূয়া বিল ভাউচার এর মাধ্যমে অর্থ আত্নসাৎ, ক্ষমতার অপব্যবহার, শিক্ষক-কর্মচারীদের এসি আর খারাপ দেওয়ার হুমকি এবং চাকুরিচ্যুত করার ভয়ভীতি দেখানোসহ শিক্ষার্থীদের নিকট থেকে বিধি বহির্ভূত অর্থ আদায়ের অভিযোগ এনে অপসারণের দাবিতে গতকাল রবিবার প্রতিষ্ঠানের অভ্যন্তরে মানববন্ধন করে অত্র কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী,অভিভাবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা। একদিন পার হয়ে গেলেও অধ্যক্ষ অপসারণে এখন পর্যন্ত আসেনি কোন সিদ্ধান্ত । অধ্যক্ষকে না পেয়ে প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে দেন মানববন্ধনকারীরা। গতকাল থেকে অফিসে ঝুলানো তালা আজও ঝুলছে প্রশাসনিক ভবনের মূল গেটে। এদিকে ক্লাস চলমান থাকলেও প্রশাসনিক ভবনের মূল গেট তালাবদ্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করতে পারছেনা। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।