ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর মো: আব্দুস সামাদ মেমোরিয়াল মহিলা কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো: জয়নাল আবেদীন। গত ২৯.০৯.২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে ইসলামপুর মো: আব্দুস সামাদ মেমোরিয়াল মহিলা কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত করে পত্র জারি করা হয়।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী পরিষদের সচিব এ.এস.এম আব্দুল হালিম। মো: জয়নাল আবেদীন ইসলামপুর মো: আব্দুস সামাদ মেমোরিয়াল মহিলা কলেজের এডহক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর,কলেজ পরিদর্শক ও কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মো: জয়নাল আবেদীন বলেন, আমি ইসলামপুর মো: আব্দুস সামাদ মেমোরিয়াল মহিলা কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।