মোঃ মেহেদী হাসান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় গত দুই দিনের টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সীমান্তবর্তী অঞ্চল ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে বন্যাকবলিত বাসিন্দাদের পাশে দাড়িয়েছেন শেরপুরে সদর উপজেলায় প্রতিষ্ঠিত লতারিয়া কল্যাণ ট্রাস্ট নামে একটি সংগঠন ৷
শনিবার (৫ অক্টোবর) বিকেলে লতারিয়া কল্যাণ ট্রাস্ট সংগঠনের উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বঘাডুবি গ্রামের বন্যাকবলিত প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম,লতারিয়া কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ আব্দুল হামিদ,সহ- সভাপতি মাওলানা মোঃ সুরুজ্জামান,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,যুগ্ম সম্পাদক মোঃ শাহিন আলম ,ক্যাশিয়ার সাংবাদিক মোঃ মুরাদ মিয়া,অগ্রণী ব্যাংক শেরপুর শাখার সিনিয়র অফিসার খন্দকার রেজুয়ানুল হক রুবেল ,আবু সাঈদ,আঃ বাতেন ,তাম্ভীর,মহসিন,হাফিজুর,সিয়াম ,হুমায়ুন সহ প্রমুখ ৷
এসময় পানিবন্দি পরিবারদের পক্ষ থেকে বেশ কয়েকজন জানিয়েছে ,আমগরে ঘরে পানি ডুকারপর কয়দিন থেকেই খুব কষ্টে আছি এমন সময়ে আন্নেরা যে আমগর খোজ নিতে শেরপুর হইতে আইছেন আমরা খুব খুশি ৷আল্লাহ আমনেগরে ভালা করুক ৷
সংগঠনটির এ ধরনের মানবিক সহায়তা বিশেষ করে বন্যার্তদের খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য যে,গত দুই দিনে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের সব পাহাড়ি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে এবং উপচে প্লাবিত হয়েছে জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীর অন্তত ১৬টি ইউনিয়ন। আকস্মিক এ বন্যায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় এক লাখ মানুষ।