সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।-ছবি: দৈনিক শেষের ডাক
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহকারী (ভূমি) কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন,সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, সহ সভাপতি রহিমা সুলতানা মুকুল, মো: আলমাছ হোসেন আওয়াল, লিয়াকত হোসাইন লায়ন,কোরবান আলী,ইয়ামিন মিয়া প্রমুখ।
বক্তারা শিক্ষা-স্বাস্থ্য,বাল্যবিবাহ, আইন শৃঙ্খলা, অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। নবাগত নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন ।