ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়ে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থা কমিটির সদস্য সচিব মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থা কমিটির সভাপতি মো: তৌহিদুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ইসলামপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপি’র ত্রাণ বিষয়ক সম্পাদক বাদশা বিডিআর, মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার সুলেখা, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান ও কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দূর্যোগ ব্যবস্থা কমিটির নারী প্রতিনিধি মনোয়ারা বেগম, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, গোয়ালের চর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন এনজিও কর্মীরা এতে অংশ নেয়।
আলোচনা সভায় নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগে যথাযথ পূর্বাভাস, প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *