ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: মাহিন্দ্র গাড়ী চাপায় নিহত সাংবাদিক কোরবান আলীর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ইসলামপুর আশরাফুল উলুম মাদরাসায় প্রথম জানাযা ও সকাল ১০.৩০ মিনিটে তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ইসলামপুর প্রেসক্লাবে নিয়ে সকল সাংবাদিকবৃন্দ তাঁকে শ্রদ্ধা জানান।
উল্লেখ যে, গত বুধবার (১৬ অক্টোবর) ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক মেলান্দহ শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ী সাংবাদিক কোরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এ অকাল মৃতু্তে ইসলামপুর উপজেলার সকল সাংবাদিকবৃন্দ গভীরভাবে শোকাহত। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।