শেষের ডাক ডেক্স: সড়ক দূর্ঘটনায় নিহহ ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী কে হারিয়ে ভালো নেই তার সহকর্মীরা। অশ্রুসিক্ত নয়নে তার জন্য সকলই চোখ ভিজিয়েছেন ও আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। সাংবাদিকদের আপদ-বিপদে সব সময় সাথী ছিলেন কোরবান আলী। তার সহকর্মীরা যখন ডেকেছেন তিনি সাড়া দিয়েছেন এবং কাছে থেকে সহযোগীতা করেছেন। সন্ধ্যা হলেই চায়ের দোকানে আড্ডা, সবাইকে চা খাওয়ানো, গল্প করা, সারা দিন সাংবাদিকরা কে কোথায় ছিল তার খোঁজ খবর নেওয়াই ছিল তার কাজ। প্রয়াত কোরবান আলী ছিলেন একজন সাদা সিধে এবং হাসোজ্জল মনের মানুষ। সব সময় তিনি হেসে কথা বলতেন। তিনি কোন সময় কোন কথাবার্তায় রাগ করতেন না।
গত বুধবার (১৬ অক্টোবর) ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক মেলান্দহ শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ী সাংবাদিক কোরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হারিয়ে সাংবাদিকরা যেন হতবিম্ব হয়ে পড়েছেন। তার এ অকাল মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছে না।
গত বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) সকালে ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে কোরবান আলীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন তার সহকর্মীরা। তারপর আশরাফুল উলুম মাদ্রাসায় সকাল ৯টায় প্রথম জানাযা ও বীর হাতিজা গ্রামে সকাল ১০:৩০ মিনিটে দ্বিতীয় জানাযায় হাজারো লোকের ভালোবাসায় সিক্ত হয়ে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে এক স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।