খাগড়াছড়ি প্রতিনিধি, খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন।
বুধবার(২৩অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
সংবাদ সম্মেলন সিভির সার্জন ডা. মো. ছাবের জানান,নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উদ্যোগে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম শ্রেণীর কিশোরী ও ১০- ১৪বছর বয়সী কিশোরীদের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে। ২৪অক্টোবর বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ি জেলার ৯উপজেলায় ৩৬হাজার ৫৭জন কিশোরীদের মাঝে এইচপিভি টিকা প্রদান করা হবে ।
সংবাদ সম্মেলনে আরও জানান,দেশব্যাপী ১৮দিন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। তারমধ্যে প্রথম ২সপ্তাহে ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকাদান কার্যক্রম চলবে।দ্বিতীয় ধাপে ৮ দিন কমিউনিটির অস্থায়ী ও স্থায়ী কেন্দ্ৰগুলোতে টিকা প্রদান করা হবে।ক্যাম্পেইনের এইচপিভি টিকাদান সেশন শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন
সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। এইচপিভি ক্যাম্পেইন টিকাদান সেশন চলাকালীন নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে ।