খাগড়াছড়িতে জিডির স্বল্প সময়ের মধ্যে সরকারি অফিসের চোরাই যাওয়া  ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে  জেলা পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন সেলের সহায়তায় হারিয়ে যাওয়া সরকারি অফিসের মোবাইল ও ল্যাপটপ স্বল্প সময়ের মধ্যে উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার সকালে সমাজসেবা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রবেশন অফিসার মোঃ নাজমুল আহসান  খাগড়াছড়ি সদর মডেল থানায় সমাজসেবা অফিসের সরকারি ল্যাপটপ ও মোবাইল  হারিয়ে যাওয়া সংক্রান্ত জিডি করেন। 

পুলিশ সূত্রে জানা যায়,সরকারি অফিসের মোবাইল ও ল্যাপটপ

হারিয়ে যাওয়ার জিডি’র বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার  মোঃ আরেফিন জুয়েল’র নির্দেশে খাগড়াছড়ি জেলা সাইবার ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির সহায়তায় থানায় জিডি করার ২৪ ঘণ্টার মধ্যে হারানো সরকারি ল্যাপটপ ও মোবাইল  উদ্ধার হওয়া জেলা প্রবেশন অফিসার মো. নাজমুল আহসান-কে হস্তান্তর করেন সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল’র এসআই(নিরস্ত্র) সোহরাব হোসেন, কনস্টেবল নুর হোসেন। 

হারানো ল্যাপটপ ও মোবাইল ফিরে পেয়ে শহর সমাজসেবা ও দায়িত্বপ্রাপ্ত প্রবেশন অফিসার মোঃ নাজমুল আহসান জানান,আমার অফিস থেকে হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ মোবাইল ও ল্যাপটপ ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। এই হারিয়ে যাওয়া জিনিসগুলোতে অফিসের অতিগুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত রয়েছে।  পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেলের টিম অর্থাৎ পুলিশের টিম অক্লান্ত পরিশ্রম করেছেন। এ কাজে তাদের অবদান সত্যিই অনস্বীকার্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা পুলিশ সুপার, সদর থানার সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *