খাগড়াছড়িতে তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও নারী সমাবেশ অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির(এপিএ)’র আওতায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৭নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদরস্থ পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

এ উপলক্ষে আলোচনা সভায় শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে  প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার বলেন,নারীদের জরায়ু টিকাগ্রহণের প্রয়োজনীয়তা,বাল্যবিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি,,শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন,আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি,তারা সবাই সঠিক ব্যবহার জানে না। কোনটা শেয়ার করা যাবে,কোনটা শেয়ার করা যাবেনা। কোনটা সঠিক কোনটা গুজব সেটা আগে জানতে হবে। তারপর সঠিক তথ্যগুলো শেয়ার করতে হবে। পজিটিভ দিকগুলো শেয়ার করতে হবে। সর্বোপরি গুজবে কান না দেয়ার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস,  উপজেলা সহকারী শিক্ষা অফিসার সমাবেশ চাকমা,পেরাছড়া ইউনিয়নের সদস্য রাঙ্গাবী চাকমা,পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন লাল চাকমা,পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি(সাবেক) শ্যামল চাকমা এবং অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন সবিতা চাকমা ও কৃষ্ণ মোহন ত্রিপুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *