খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়কে শান্তি ও সম্প্রীতির আহবান জানিয়ে সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন,এই পাহাড়ে জাতিগত বিভেদ ও হানাহানি করে কখনো শান্তি ফিরে আসবেনা। পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে বিভেদ সৃষ্টি করে,মারামারি করে আমরা কেউ এই পাহাড় ছেড়ে চলে যায় নি,ভবিষ্যতেও যাবেনা। আমাদের কেউ এখান থেকে চলে যাওয়ার সুযোগ নাই। বরং এসব বিভেদ ও হানাহানি আমাদেরকে আরও ক্ষতিগ্রস্থ হতে হয়। সকল অবিশ্বাস ও বিভেদ ভুলে মিলেমিশে থাকতে হবে। তাই আমাদের সবাইকে এখানেই চিরদিন থাকতে হবে। তাই সকল সম্প্রদায়কে সম্প্রীতি- বন্ধুত্ব, বিশ্বাস ও আস্থা স্থাপন করে পাহাড়ে বসবাস করতে হবে। এদেশের পাহাড়ি-বাঙ্গালী আমরা সবাই বাংলাদেশী,জিয়াউর রহমানের বাংলাদেশী। সবাই মিলেমিশে বসবাস করবে। সকল সংঘাত ও বিভাজন ভুলে এই পাহাড়ে পাহাড়ি-বাঙ্গালি সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে হবে । পাহাড়ি-বাঙ্গালি সবাইকে শান্তি,সম্প্রীতি,আস্থা-বিশ্বাস ও বন্ধুত্বের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। রবিবার(১৭নভেম্বর) বিকালে খাগড়াছড়ির দীঘিনালায় থানা বাজার মাঠে সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এ সমাবেশে সভাপতিত্ব করেন দীঘিনালা বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম শফিক।
এদিন দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা। পরে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্ৰ চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী,যুগ্ম-সম্পাদক এড: মালেক মিন্টু,মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,জেলা বিএনপি’র উপদেষ্টা মাসুদ রানা,স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান সাগর,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক-জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্যরা।
সমাবেশে যোগ দেয়ার পূর্বে দীঘিনালায় রাসলীলা উৎসব পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ওয়াদুদ ভূঁইয়া।