খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে শতাধিক ভিক্ষুদের মাঝে পিন্ডদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে খাগড়াছড়ি সদর মধুপুরস্থ বৈজয়ন্তী বৌদ্ধবিহারে এ পিন্ডদান,চীবর কাপড় দান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন,জন্মের উপর কেন মানুষের হাত নেই। আমরা কেউ পাহাড়ি,কেউ বাঙ্গালী হিসেবে জন্ম গ্রহণ করেছি। জন্ম যেমনই হোক কর্মই আমাদের মূল পরিচয়। বাংলাদেশে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশী। পার্বত্য অঞ্চলে পাহাড়ি -বাঙালি আমরা সবাই বাংলাদেশী।আমরা শান্তি চাই, যাতে আমরা মিলেমিশে,একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি।
এছাড়াও তিনি,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আশীর্বাদ কামনা করেন। মতবিনিময় শেষে ধর্মদেশনা করেন শ্রীমৎ শ্রদ্ধাতিয্য মহাস্থবির, শ্রীমৎ তেজবংশ মহাস্থবির, শ্রীমৎ বিমলানন্দ মহাস্থবির,শ্রীমৎ আর্য্য বৌধি মহাস্থবির,শ্রীমৎ ক্ষ্যামাসারা মহাস্থবির,অগ্রজ্যোতি মহাস্থবিরসহ আরও অনেকে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজাসহ শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও পাহাড়ি সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।