খাগড়াছড়িতে প্রোগ্রেস প্রকল্পের উদ্বোধন ও সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি :

প্রমোটিং জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এন্ড টিভেট সিস্টেম (প্রোগ্রেস) প্রকল্পের লক্ষ্য নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা এবং জাতীয় অর্থনীতিতে তাদের ভূমিকা আরও সুসংহত করা। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ আমাদের পার্বত্য অঞ্চলের নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। জাবারাং কল্যাণ সমিতি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ যৌথভাবে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা নারীদের ক্ষমতায়ন এবং তাদের দক্ষতাকে একটি কার্যকর প্ল্যাটফর্মে নিয়ে যাবে। এই প্রকল্পের মাধ্যমে নারীরা কর্মক্ষেত্রে প্রবেশের উপযোগী দক্ষতা অর্জন করবে এবং অর্থনৈতিক স্বাধীনতা লাভের পথ সুগম হবে। মঙ্গলবার (২৪ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদরের মিলনপুরস্থ হোটেল গাইরিং কনফারেন্স রুমে  জাবারাং কল্যাণ সমিতি’র আয়োজনে আন্তর্জাতিক শ্রম সংস্থা’র অর্থায়নে প্রমোটিং জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এন্ড টিভেট সিস্টেম (প্রোগ্রেস) প্রকল্পের উদ্বোধন এবং সচেতনতা বৃদ্ধি সভায় জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এ প্রকল্পের কার্যক্রম মূলত জেলা পরিষদ ও জাবারাং কল্যাণ সমিতি এর উদ্যোগে দুটি ধাপে বাস্তবায়িত হবে। প্রকল্পটি কৃষি প্রক্রিয়াজাতকরণ খাত,নারী এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীদের বিদ্যমান উদ্যোগ প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তা এবং দক্ষতা বিষয়ক প্রশিক্ষণসহ নারী উদ্যোক্তাদের উন্নয়নের সুযোগ তৈরি করে দেয়া।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন,খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার নাথ,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান,নারী উদ্যোক্তা ও সমাজকর্মী শাপলা দেবী ত্রিপুরাসহ অন্যান্য নারী উদ্যোক্তা ও পর্যটন সেক্টরের অন্যান্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *