খাগড়াছড়িতে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শীতের কম্বল বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি :
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ খাগড়াছড়ি জেলা শাখা, খাগড়াছড়ি পার্বত্য জেলা’র উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার(১৯ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরের হাসপাতাল রোড সংলগ্ন জেলা প্রবীণ ভবনে এ শীতের কম্বল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রবীণ হিতৈষী সংঘ’র সভাপতি সাধন কুমার চাকমা।এদিন খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকার অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

জানা যায়,শীতের কম্বল বিতরণ মূলত জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি সাধন কুমার চাকমা ও সহ-সভাপতি রুপন বড়ুয়া’র ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে।মানবতার সেবা করা সবচেয়ে বড় সেবা।সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সবাইকে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। তাদের দুঃসহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিই। তাদের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তায় তারা শীতের কষ্ট লাঘব করতে পারবে। আমরা গরিব অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। যদিও অনিবার্য কারণে শীতের কম্বল বিতরণের উদ্যোগটি বিলম্বিত হয়েছে। এই রকম মানবতার উদ্যোগী কার্যক্রমের দ্বারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন প্রবীণ হিতৈষী সংঘের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *