মো: সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ার ফলে ডুবে যাওয়া ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি ১ মাস ২৫ দিন পর ভেসে উঠেছে। বৃহস্পতিবার সকালে ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে যায়।
এদিকে, সেতু থেকে হ্রদের পানি নেমে যাওয়ার পর সেতুর পাটাতন ধোঁয়ামোছা ও মেরামতের কাজ করছে পর্যটন হলিডে হলিডে কমপ্লেক্স কর্তৃপক্ষ।
সেতুর পাটাতনসহ অন্যান্য মেরামত ও পরিষ্কার- পরিচ্ছন্নতার কাজ করা শেষ হলে সেতুটিতে প্রবেশ সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ার আগেই ডুবে যায় রাঙামাটির ঝুলন্ত সেতুটি। হ্রদের সর্বোচ্চ পানির স্তর ১০৯ মিনস সী লেভেল (এমএসএল) হলেও হ্রদে ১০৪ এমএসএলের অধিক পানি বাড়লেই ডুবে যায় ঝুলন্ত সেতুটি। চলতি বছরের ২৩ আগস্ট (শুক্রবার) বৃষ্টি ও উজানের ঢলে হ্রদের পানি বাড়ায় ডুবে যায় ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি। অবশেষে ১ মাস ২৫ দিন পানিতে নিমজ্জিত থাকার পর বৃহস্পতিবার ভেসে উঠল।