মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি
খাগড়াছড়ি’র সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং আটককৃতদের মুক্তির দাবিতে প্রতীকী কর্মবিরতি পালন করছে রাঙামাটির কর্মরত সংবাদ কর্মীরা।
সোমবার সকালে শহরের বনরুপা পুলিশ বক্সের সামনে এই প্রতীকী কর্মবিরতি পালন করে।
এসময় রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি রিপোটার্স ইউনিটি’র সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সহ জেলার কর্মরত সংবাদকর্মীরা।
বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। পেশাগত কাজে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হয়রানি বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সাংবাদিকরা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরলেই হামলা, মামলা , গুম, খুনের মাধ্যমে গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে চায়। বক্তারা, খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী সহ সারাদেশের সাংবাদিকদের হয়রানি মূলক মামলা প্রত্যাহার সহ নিঃসত্ত্বে মুক্তির দাবি জানান।