মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি
রাঙামাটিতে ভোক্তা অধিকার আইন অবিহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগীতা জেলা প্রশাসক কার্যলয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, রাঙামাটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক রানা দেব নাথ,জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ি প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা।
সেমিনারে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সুবিধা সহ ক্রেতা যেসব বিষয়ে আইনের আশ্রয় নিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।