মো.সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটি
শোষণমুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সমাজের সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিরোধে নাগরিক সমাজকে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক আবুল হোসেন ।
তিনি আজ বুধবার দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন।
দুদক পরিচালক বলেন দূর্নীতিমুক্ত দেশ গঠনে সকল অনিয়ম দুর্নীতিকে প্রতিহত করতে নাগরিকদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই দেশ শোষন ও দারিদ্রমুক্ত হবে । এসময় দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটির সমন্বিত জেলা কার্যালয়ের উপরিচালক মোঃ জাহিদ কালাম, সহকারী পরিচালক রাজু আহমেদ , দুদক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মো এনামুল হক হারুন ও সদস্য মনির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে দুদক পরিচালক শহরের তবলছড়িস্থ রাঙ্গামাটির সমন্বিত কার্যালয় পরিদর্শন করেন এবং দুদক কার্যালয়ের প্রবেশমুখে নবনির্বিত দুদকের নাম ফলক ও গেইট উদ্বোধন করেন ।