মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি
রাঙামাটিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী করেছে রাঙামাটি জেলা- উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি পৌর চত্বর থেকে এই বর্ণাঢ্য র্যালী করেন তারা। র্যালীটি পৌর চত্বর থেকে বের হয়ে শরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে পৌর চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তৃতায় বিএনপির নেতা কর্মীরা বলেন, , ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। তারা আরো বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরে আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই একই চেতনা বুকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।