মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতার পথিকৃৎ দৈনিক গিরিদর্পন ও সাপ্তাহিক বনভূমি’র সম্পাদক পাহাড়ের চারণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ এর সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তি উপলক্ষে সুধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের হল রুমে এই সুধী সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, প্রেস ক্লাব সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ জেলার গণমাধ্যমকর্মীরা।
সুধী সংলাপে বক্তারা বলেন, বিশ্বের যেকোনো পেশায় নির্দিষ্ট একটা বিষয়ে জানা থাকলে কাজ করা যায় তবে সাংবাদিকতা করতে গেলে সকল বিষয়ে জানতে হয়। সাংবাদিকতায়, সামাজিক, রাজনৈতিক, অর্থনীতি থেকে শুরু করে সকল বিষয়ে জানতে হবে। নয়তো সাংবাদিকতা করা যায় না।
সাংবাদিকতাকে মহান পেশা উল্লেখ করে বক্তারা বলেন বস্তুনিষ্ট সাংবাদিকতা করে চারন সাংবাদিক একেএম মকসুদ আহমেদ সুদীর্ঘ ৫৫ বছর ধরে সফল ভাবে সাংবাদিকতার পথ অতিক্রম করেছেন তা ইতিহাস হয়ে থাকবে। তার পথ অনুসরণ করে বর্তমান সময়ে যারা সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন তাদের সকলকে দেশ ও জাতির কল্যানে কাজ করার আহবান জানান।