শেরপুরে ঝগড়ারচর বাজারে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “শহীদি মার্চ” পালিত

মো: মেহেদী হাসান, শেরপুর জেলা প্রতিনিধি

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং গণঅভ্যুত্থানের এক মাসপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদী মার্চ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঝগড়ারচর বাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ঝগড়ার চর আদর্শ৷ উচ্চ বিদ্যালয় সামনে থেকে এ “শহীদী মার্চ “শুরু । মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  মুক্তিযুদ্ধা অফিসে  গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের  মধ্যে হারুন অর রশিদ।সেখানে সরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।  অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায় সে লক্ষ্যে ছাত্রসমাজ বদ্ধপরিকর।  ছাত্রসমাজ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার কামনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *